ছাতার বন্ধু
একটি ছাতার নিচে, তিনটি বন্ধু হাঁটছে,
একজনে ভিজছে, আরেকজন হাসছে।।
মাঝের জনের বড় কষ্ট, ছাতা ধরে রাখছে
তবু তাদের হাঁটা সমান তালে চলছে।
বৃষ্টি বাড়ছে, বৃষ্টি কমছে , চলছে নিরন্তর
বন্ধুরা গল্পে মশগুল, নেইকো ভাবান্তর।
কাদায় কাদায় হাটাহাটি, কাদায় ছিটে পা মাখামাখি
ভয় নেই চোখের তাঁরায়, শুধু দুষ্টুমি ভরা আঁখি।
একটি ছাতার নিচে তিনটি বন্ধু হাঁটছে,
রাগ নেই, ঝগড়া নেই, স্মৃতি গুলো ভাসছে।।
উৎসর্গঃ আমার স্কুলের ছাতার বন্ধুগন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন