Ma (2)

তোমার থেকে আমার সৃষ্টি
তোমার মাঝে জীবনরেখা।
তোমার মমতায়  আমার পালন
তোমার সুখে ভাগ্যলেখা ।

তোমার স্নেহে  আমার আবদার
তোমার শাসনে  আমার শিক্ষা
তোমার সিদ্ধান্তে  আমার দর্শন
তোমার সাহসে আমার দূর যাত্রা।

তোমার করুণা হতে শেখা ভালবাসা
তোমার ক্ষমা হতে জেনেছি উদারতা
তোমার ন্যায় দিয়েছে আমায় ধর্ম
তোমার সততায় আমার সরলতা

তোমার সমস্ততা  আমারই মাঝে
তোমাকে দিয়েই জগত দেখা।
জন্মের এই শুভক্ষনে  তাই,
কেবল তোমায় ভালবাসা।

মন্তব্যসমূহ