ঈশা

 প্রশস্ত রাস্তার পাশে

সরু, নোংরা ফুটপাতে;

নগ্ন এক শিশু,

আপন মনে খেলায় মাতে।

 

পাশেই অল্পবয়সী

এক রুগ্ন, ক্লান্ত নারী;

নিরুদ্বেগ, নিরাকার

যেন গৃহহীন সংসারী।

 

আচমকা একটি বড় গাড়ির

রাস্তায় প্রবেশ,

ভয়ে দিকশূন্য শিশুটি,

এই বুঝি সব শেষ।

 

কিন্তু কিছু বোঝার আগেই

দেখতে পায় শিশুটি,

তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে

তার প্রানপ্রিয় জন্মদাত্রী।

 

পেটে নেই অন্ন,

নেই মাথার উপর ছাদ।

তবু কি অসীম দৃঢ়তা,

রুখে দিতে পারে মৃতফাঁদ।             


 

 

মন্তব্যসমূহ