নবীন
আজি বসন্তের প্রভাতে
ফুটেছে কট সুন্দর ফুল
তারচেয়ে সুন্দর তোমরা, হে
নবীন
তোমরা জাতি কল্যআনের মূল
।
নানা পথ নানা মত
করবে তোমাদের মগ্ন
সৎ পথের পথিক হয়ে
নিজিকে কর ধন্য ।
তোমরা সাহসী, তেজী
তোমরা হচ্ছ দুরন্ত
তোমাদের চিন্তায় চেষ্টায়,
সষ্টী হবে নবদিগন্ত ।
তারন্য সঞচয় করে
অগ্রগামী হও তোমরা
তোমদের শুভ কামনায়
দেশ জাতি ও আমরা ।।
(I wrote it in Freshers reception)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন