ইচ্ছে করে
ইচ্ছে করে
ছোট হতে
ছোট ছোট ভুল করতে
ভুল হতেই শিখি।
ইচ্ছে করে
সুন্দর হতে
সত্য সুন্দর কথা বলতে
সাদা সিধে জীবন গড়ি।
ইচ্ছে করে
ভালবাসতে
ভালবাসার গন্ধ নিতে
ভালবাসার মাঝে বাঁচি।
ইচ্ছে করে
স্বপ্ন নিয়ে
স্বপ্ন পাড়ার গলি দিয়ে
স্বপ্নরানীর সাথে হাঁটি।
ইচ্ছে করে
ইচ্ছা গুলো
ফুলের মত নিস্পাপ হতে
সব পূর্ন না হলেও খুশি।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন