জীবনের অর্থ
আমি তো বৃস্টি ভিজিনি,
তাই ভেজা ঘাসে খালি পায়ে কখনো হাঁটা হয়নি।
আমি তো জোৎস্না দেখিনি,
তাই শুভ্র স্নিগ্ধ
চাঁদের আলোয় কখনো স্নান করা হয়নি।
আমি এক সরল বোকা, সারাদিন শুধু ছুটেচলা,
জীবনের অর্থ বুঝিনি ।।
আমি তো ভুল করিনি,
তাই সত্য সুন্দর সঠিক পথটি কখনো খুঁজে পায়নি।
আমি তো হারতে দেখিনি,
তাই শত কষ্টের জয়ের
কান্না কখনো জানা হয়নি।
আমি এক সরল বোকা, সারাদিন শুধু ছুটেচলা,
জীবনের অর্থ বুঝিনি ।।
আমি তো চিৎকার করিনি,
তাই তারন্যের কলরব কখনো
শিখতে পারিনি।
আমি তো সূর্যাস্ত দেখিনি,
তাই ভোরের কিরণের তফাৎ কখনো করা হয়নি।
আমি এক সরল বোকা, সারাদিন শুধু ছুটেচলা,
জীবনের অর্থ বুঝিনি ।।
আমি তো ভালবাসিনি,
তাই ভালবাসা হাত বাড়ালেও
তাকে আমি ধরতে পারিনি।
আমি তো স্বপ্ন দেখিনি,
তাই স্বপ্নরানী পাশে থাকলেও তাকে
আমি চিনতে পারিনি।
আমি এক সরল বোকা, সারাদিন শুধু ছুটেচলা,
জীবনের অর্থ বুঝিনি ।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন