স্মার্ট এই দুনিয়ায় ছোটন বাবুর এখনও স্মার্ট ফোন কেনা হয়নি। বাসায় বড় ভাইয়ের একটা ডেস্কটপ কম্পিউটার আছে। এস্যায়েন্টমেন্ট বলেন, ফেবু বলেন - সব কিছুর জন্যে এটাই তার ভরসা।
ইদানিং ছোটন বাবুর মাউসের ক্লিক বাটনটি ঠিকভাবে কাজ করছেনা। একটি ক্লিক করলে, ডাবল ক্লিক হয়ে যায়। তাই, সে যতই তার বন্ধুদের পোস্টে লাইক দিতে থাকে, পরক্ষণই ডাবল ক্লিকের জন্য সেটা ডিস লাইক হয়ে যায়।
কিন্তু ছোটন বাবু সেটা বোঝতেই পারছে না। সে মাউস স্ক্রল করে অন্য পোস্টে চলে যায়। তবে ছোটন বাবু সহজ, সরল মানুষ হলেও এটা বোঝতে পারছে, তার বন্ধুরা কেন যেন আগের মত তার সাথে কথা বলছেনা। কিছুদিন যাওয়ার পর এক বন্ধু বলেই ফেলল, "কিরে তুই তো আর আগের মত নাই। খুব ব্যস্ত, তাই না! বন্ধুদের আর ভাল লাগে না? ফেবুতে তো তোর কোন লাইক দেখিনা। ব্যাপার কি?"
ছোটন বাবু নিজেও অবাক। চশমাটা ঠিক করে নাকের উপর বসিয়ে দিয়ে চিন্তা করে, ব্যাপারটা কি? এই কারনেই কি বন্ধুরা আগের মত কথা বলেনা ! ! !
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন