আমাদের নির্বাচন

নির্বাচন মানেই একটি ছুটির দিন,
দেরী করে ঘুম থেকে উঠা।
অলস ভঙ্গীতে চায়ের কাপ হাতে নিয়ে
নিউজ চ্যানেলের খবর দেখা।

বিকালে পুরাতন মুভি অথবা দিবানিদ্রা
সন্ধ্যায় চা-আড্ডা আর চুটিয়ে গল্প করা।
অবশেষে ঘুমানোর আগে,
একবার ফাইনাল রেজাল্টটা চেক করা।

"এটা তো হওয়ারই ছিল"
"আগেই জানতাম এইসব"।
"এই দেশে কি আর হবে?"
কাল থেকে আবার ঠিকঠাক সব।

কি সুন্দর অবঞ্জা,
কি অদ্ভুত পরিহাসের খেলা,
কিন্তু এভাবে আর কতদিন
মাঠ শুন্য হয়ে যাচ্ছে মেলা।

মন্তব্যসমূহ