আবার কবে
চায়ের দোকানে বন্ধুর সাথে আড্ডা দিবো
বন্ধুর পিঠে হাত চাপড়িয়ে মজা নিবো।
আবার কবে
স্কুলে যাওয়া ছোট্ট মেয়েটির মাথায় হাত বোলাবো
স্কুলের পাশের দোকান থেকে খেলনা কিনে দিবো।
আবার কবে
বাড়ির ছাদে মা-বোনের আড্ডায় ভিড় জমাবো
রোদে শুকানো আমের আচাড়ে ভাগ বসাবো।
আবার কবে
জয়ীর সাথে নদীর পারে বিকাল বেলায় হাটবো
কথার ফাঁকে হঠাৎ গালে আলতো চুমু খাবো।
আবার কবে
"ছয় ছয়" বলে সবাই মিলে চিৎকার করবো
"সাবাশ" বলে পাশের জনকে জড়িয়ে ধরবো।
আবার কবে
মুক্ত বাতাসে প্রান ভরে বাতাস নিবো
সবার হাতে হাত ধরে সামনে এগিয়ে যাবো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন