শূন্যতা

দাবার ঘর মস্ত ফাঁকা
কেবল ছোটাছুটি
নিয়ম জানি, নিয়ম মানায় 
বাড়ছে কাটাকুটি।

খোয়া গিয়েছে বীর সেনারা
প্রজারই একমাত্র সম্বল।
ভুল চালে আটকে আছে
নেই কোন কল্লোল।

নিয়ম রক্ষায় রাজারই চাল
এ ঘর থেকে সে ঘরে। 
কিস্তিমাৎ এর পরোয়া নেই 
সময়টা কেবলই মরে। 


মন্তব্যসমূহ