যুদ্ধটা যদি শব্দের হয়
তবে আমি হেরে যেতেই রাজি।
আক্রমণাত্মক শব্দের ভার,
আমার কাছে বড্ড বেশী ভারি।
যুক্তি, তর্কের প্যাঁচ গলিতে
আমি হারিয়ে যেতে পারি।
আমার হচ্ছে প্রশস্ত রাস্তা
ভালবাসার শব্দ ভাণ্ডার।
সেই শব্দঝুলিতে গদ্য, পদ্য
কেবলই মায়ার কারবার।
তাই শব্দ যুদ্ধ নয়,
বরং শব্দ বন্ধনেই আমি যেতে রাজি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন