নিঃশব্দ প্রহর

সবুজ দেবদারু গাছের কোটরে,

তুমি বসেছিলে লাল শাড়িটি পড়ে।

খসে পড়ছিল একটি দুইটি পাতা,

পাখিদের শব্দে মৃদু দোলচ্ছিলে মাথা।

উত্তরের হেম বাতাসে, উড়ছিল চুল

তারই মাঝে তুমি ছিলে জড়োসড়ো।

একটু উষ্ণতার আলিঙ্গন, ছিল প্রয়োজন 

প্রয়োজন ছিল মনের কথাটি বলবার।

কিন্তু তোমার সেই খেয়াল নেই,

উনিশ পেরিয়ে গেছে অনেক আগেকার।

তোমার দৃষ্টি কেবল ঐ পাখির নীড়ে,

ছোট্ট পাখি দুটি কেবল খেলা করে।

আমার চিন্তা আপনার নীড় নিয়ে,

কি করে বলব, তোমায় সাহস করে।


মন্তব্যসমূহ