16th batch

১৬ তম ব্যাচ
 

C.S.E. র যুগে ১৬ তম ব্যাচ এক নব আল্পনা
তাদের সবার চোখে নিত্য নতুন কল্পনা ।

পড়াশুনায় এগিয়ে আকাশ, অ্যামি, রিদি
পিছিয়ে নেই সঙয় আর সুজন দিদি ।
প্রোগামি এ নক্ষএ সাফায়েত মম্নয় বিধান
আরও আছে আমাদের প্রিয় ইমরান ।

হ্যান্ডনোটে দিয়ে আসছে ছোটবন্ধু সুমি
অমিতকে কি ভুলতে পারবে, কখনও তুমি ।
আরও আছে রসু, হাবলা-হাবলী, হারামী
সবচেয়ে বেস্ট মাগুরের ভন্ডামী।


 পিএইচপি-তে জসিম, ফটোশপে সৌরভ
ফেসবুকের তৌকির আমাদের গৌ্রব ।
খেলাধুলায় রিয়াদ, অভি আর ফখরুল মামা
খেলা দেখলে ইচ্ছা করে খুলি গায়ের জামা ।

ওনি, শোভনের গীটারের ছন্দ, লীজার নাচ
আমাদেরকে দেয় যৌবনের উত্তপ্ত আঁচ ।
গেমস পোকা ফাহিম আর মুনতাসিরের ইস
আমাদের আছে মধু, ইউনা, সাবিহা মিস ।

আরো অনেকের আছে সুপ্ত ভাবনা
যাদের রুপ চেনা কিন্তু কল্পনা অজানা ।

এগিয়ে যাবো মোরা প্রভুর আশিসে
লিখব গৌরব কথা এক নতুন ইতিহাসে ।।

(I make this poem with the characteristics of my class meat. Please, Don’t mind because I use nick name that We usually use in our class room.  BEST OF LUCK 16th BATCH )

মন্তব্যসমূহ